
অমর একুশে বইমেলা সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারির ২০ তারিখেই শুরু হতে যাচ্ছে। আর মেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অমর একুশে বইমেলায় স্টলভাড়া ২৫ শতাংশ কমানোর এ নির্দেশনা দেন। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দেন তিনি।
স্টলের ভাড়া কমানোর বিষয়ে বাংলা একাডেমি এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে এবং বইমেলা পরিচালনা কমিটি এ ব্যাপারে বিস্তারিত জানাবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলা একাডেমির মহাপরিচালকের অংশগ্রহণে এক সভায় এই সিদ্ধান্ত হয়।
পূর্বকোণ/পিআর