
কক্সবাজারের রামুতে মোহাম্মদ বাবুল (৩৫) নামে এক টমটম (ইজিবাইক) চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহের কিছু দূরে একটি মুঠোফোন পাওয়া গেলেও তার ব্যবহৃত টমটমটি পাওয়া যায়নি।
নিহতের স্বজনদের দাবি, বাবুলকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের আত্মীয় ফুটবলার ইউনুস জানান, বাবুল বিকেলে তার অসুস্থ মাকে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছে দিয়ে টমটম নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে যাত্রী সেজে কয়েকজন ব্যক্তি তার গাড়িতে ওঠে। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রাতে তার গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, টমটমটি (ইজিবাইক) ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে। রামু থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ