চট্টগ্রাম সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীতে স্পিডবোট উল্টে প্রাণ হারালেন নারী

মহেশখালীতে স্পিডবোট উল্টে প্রাণ হারালেন নারী

মহেশখালী  সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২৬ | ৫:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে যাত্রীবাহী স্পিডবোট উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ১২টায় মহেশখালী চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায় নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি স্পিডবোট মহেশখালী থেকে কক্সবাজার যাচ্ছিল। ওই বোটে কয়েকজন পর্যটকও ছিল। পথে স্পিড বোটটির ইঞ্জিনে একটি বস্তু আটকে গেলে চালক নৌযানটি থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দেয়। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি স্পিডবোট থেমে থাকা বোটটিকে সজোরে ধাক্কা দিলে বোটটি উল্টে যায়। এতে এক নারীসহ কয়েকজন আহত হন। পরে অন্য স্পিডবোট ও নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

 

পূর্বকোণ/হোবাইব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট