চট্টগ্রাম সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

মিরপুরে এসে বুলবুল বললেন ‘আমি কি দেশের বাইরে আছি’?

মিরপুরে এসে বুলবুল বললেন ‘আমি কি দেশের বাইরে আছি’?

স্পোর্টস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ

রাতভর গুঞ্জন চলেছে যে, মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আর দেশে ফিরবেন কিনা সেটা নিয়েও দেখা দেয় সন্দেহ। কিন্তু আজ সোমবার সকালে যথারীতি মিরপুর শেরে বাংলায় আসেন বিসিবি সভাপতি। কাজের ফাঁকে টুকটাক কথাও বলেছেন সাংবাদিকদের সাথে।

সোমবার সকালে মিরপুরে এসে পূর্বিনর্ধারিত প্রোগ্রামে অংশ নেন বুলবুল। একপর্যায়ে তিনি বেরিয়ে এলে সাংবাদিকরা প্রশ্ন করেন তার দেশত্যাগের বিষয়ে। জবাবে বুলবুল বলেন, ‘কী মনে হয় আমি কি দেশের বাইরে? অনেক নিউজ এরকম আসবে, অনেককিছু হবে। আপনারা দেখছেন তো আমি কোথায়।’

বিস্তারিত আসছে…

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন