
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব হত্যার পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগরকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আলীরাজ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের মৃত রহমত আলীর ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ২টায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গত ১৯ জানুয়ারি দুপুর সোয়া ৩টায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে উপজেলার জঙ্গল-সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে প্রায় চার থেকে ৫’শ জন জন দুর্বৃত্তরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের ৪ জন সদস্য গুরুতর আহত হলে থানা পুলিশের সহযোগিতায় তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্মরত চিকিৎসক ডিএডি মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাব ২৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, র্যাবের ডিএডি হত্যা মামলার আসামি আলীরজ হাসন প্রকাশ সাগর কক্সবাজারে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর