চট্টগ্রাম রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারে ‘হাসনাত বাহিনীর’ প্রধান হাসনাত আটক

কক্সবাজারে ‘হাসনাত বাহিনীর’ প্রধান হাসনাত আটক

কক্সবাজার প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৬ | ১:৩৪ অপরাহ্ণ

কক্সবাজার শহর ও পর্যটন এলাকায় দীর্ঘদিনের আতঙ্ক, চিহ্নিত কিশোর গ্যাং ‘হাসনাত বাহিনী’র প্রধান আবুল হাসনাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (২৫ জানুয়ারি) ভোররাত সাড়ে ৫টার দিকে শহরের দক্ষিণ রোমালিয়ার ছড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

সেনাবাহিনী সূত্র জানায়, আবুল হাসনাতের বিরুদ্ধে শহর ও সমুদ্র সৈকত এলাকায় চাঁদাবাজি, ডাকাতি এবং পর্যটকদের হয়রানি করার অসংখ্য অভিযোগ ছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর আজ ভোরে সেনাবাহিনী তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাড়িটি থেকে ২টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

 

হাসনাতের অপরাধের খতিয়ান পিলে চমকানোর মতো। পুলিশি রেকর্ড অনুযায়ী, এই কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র রাখা, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১টি হত্যা মামলা, ৩টি অস্ত্র মামলা এবং ৬টি ডাকাতি মামলা অন্যতম। দীর্ঘদিন ধরে সে ধরাছোঁয়ার বাইরে থেকে তার বাহিনীর মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

 

তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই বাহিনীর অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। এদের আস্কারা দিয়ে কিছু অসাধু লোক শহরের নিরাপত্তা বিঘ্নিত করছিল। এবং অন্যান্য ভুমিদস্যু, চাদাঁবাজ ও কিলার গ্রুপের অন্যান্য ডনদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখলে শান্তি ফিরে আসবে”।

 

গ্রেপ্তারের পর হাসনাতকে প্রয়োজনীয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট