চট্টগ্রাম রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রামে চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৬ | ১:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সমাবেশে যোগ দিতে আসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে নগরীর হোটেল রেডিসন ব্লুর সামনে চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। বিএনপির চেয়ারম্যান তখন ওই হোটেলেই অবস্থান করছিলেন।

 

সকাল থেকেই বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী হোটেলের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাদের পরনে ‘চাকরিচ্যুত ব্যাংকার’ লেখা টিশার্ট দেখা যায়।

 

অবস্থান কর্মসূচি চলাকালে তারা ‘তারেক রহমানের আহ্বান, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিবে কিসে, ধানের শীষে’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’–এমন সব স্লোগান দিতে থাকেন।

 

তারা জানান, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। সরকারের পট পরিবর্তনের পর নানা ধরণের অনিয়ম বা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। বিএনপির চেয়ারম্যানের সঙ্গে তারা কথা বলার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন। তারা আশা করছেন, বিএনপির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পারলে একটি সমাধান হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট