চট্টগ্রাম শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬ | ৯:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার করেছেন। আজ শনিবার বগুড়ার শেরপুরে এক জনসভায় তিনি বিচার বিভাগ, মিডিয়া এবং নারীদের নিরাপত্তা নিয়ে তাঁর দলের ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরতে গিয়ে এই মন্তব্য করেন।

শেরপুরে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় জনগণের আমানত রক্ষার দৃপ্ত ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, আল্লাহ সুযোগ দিলে জনগণের একটি টাকার ওপরেও তারা হাত দেবেন না। দেশকে দুর্নীতিমুক্ত করতে দুর্নীতিকে মাটির নিচে চাপা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ৫৬ হাজার বর্গমাইলজুড়ে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, অপরাধীদের তওবা করে ফিরে আসার সুযোগ দেয়া হবে এবং তাদের হাতে সম্মানের রুজির কাজ তুলে দেয়া হবে।

টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে না। আদালত ধর্ম, বর্ণ বা পদমর্যাদা দেখবে না; বরং দেখবে কে ক্ষতিগ্রস্ত বা কে অপরাধী।” গণমাধ্যমের স্বাধীনতায় গুরুত্ব দিয়ে তিনি সাংবাদিকদের ‘ওয়াচডগ’ হিসেবে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। তিনি অনুরোধ করেন যেন সাদাকে সাদা এবং কালোকে কালো বলা হয়। এছাড়া নারীদের জন্য ঘরে ও কর্মক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি একটি পারস্পরিক ভালোবাসা ও সম্মানের বাংলাদেশ গড়ার ডাক দেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট