চট্টগ্রাম শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ফ্যামিলি কার্ডে মিলবে সব সরকারি সুবিধা: তারেক রহমান

ফ্যামিলি কার্ডে মিলবে সব সরকারি সুবিধা: তারেক রহমান

অনলাইন ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬ | ৮:৫৩ অপরাহ্ণ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুযোগ-সুবিধা এক জায়গায় নিয়ে আসার পরিকল্পনা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া শিক্ষা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রবাসীদের নিয়েও নিজের নতুন ভাবনার কথা জানিয়েছেন তিনি।

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ‘আমার ভাবনা বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় এ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, বর্তমানে সরকারের অনেক প্রকল্প চালু থাকলেও সেগুলো সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো এক জায়গায় নিয়ে আসা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিনি তৈরিকারক ও ক্রেতার মাঝে অনৈতিক লাভ ঠেকানো এবং কৃষককে প্রণোদনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের আভাস দিয়ে তারেক রহমান বলেন, পড়াশোনাকে বাচ্চাদের কাছে আনন্দদায়ক বা ‘ফান’ হিসেবে উপস্থাপন করতে হবে। শুধু একাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিকেও শিক্ষার অংশ করার পরিকল্পনা রয়েছে তাঁর ।

নগরের যানজট নিরসনে তারেক রহমান ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা এবং মেট্রোরেলের চেয়ে সাশ্রয়ী মনোরেল সংযোগের প্রস্তাব দেন। এছাড়া প্রবাসীদের দক্ষ করে বিদেশে পাঠানো এবং সঠিক চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রণোদনা দেওয়ার বিষয়টিও তাঁর পরিকল্পনায় রয়েছে। মূলত নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করা গেলে সব খাতের উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট