চট্টগ্রাম শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে মাদ্রাসার অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৯

ফটিকছড়িতে মাদ্রাসার অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৯

ফটিকছড়ি সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২৬ | ৬:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকোঁ সরকার পাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

 

আহতরা হলেন- সর্দার তাজুল ইসলাম, তাজুলের মেঝ ভাই শহীদুল্লাহ, ছেলে নুরুল ইসলাম, বাপ্পি, ওয়াসিম , হুমায়ুন। বাকি ৩ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

হেয়াকোঁ সরকার পাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সভাপতি হান্নান জানান, মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ছবক প্রদান অনুষ্ঠান উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিতের দাওয়াত দেওয়া হয়। মাদ্রাসার সরকারি রেজিষ্ট্রেশন করার লক্ষ্যে অনুদান সংগ্রহ করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সে মোতাবেক স্থানীয় ধনাঢ্য এবং সামাজিক নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে যুবদলের ঘোষণা কবীর এসে তাকে দাওয়াত না দেওয়ার বিষয়ে জানতে চায়। এসময় কবির সভাপতি (হান্নান) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর সমাজের সর্দার তাজুল ইসলামের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্কাতর্কির একপর্যায়ে কবির আর তাজুলের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। এরপর উভয় সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ এতে ৯ জন আহত হয়। আহতদেরকে প্রথমে স্থানীয় হেয়াকোঁ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়।

 

স্থানীয় বাসিন্দা তাজুল ও ঘোষণা কবির গ্যাংদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ। তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরে দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ সরকারি পাড়া বিজিবি ক্যাম্প মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিজিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। থানায় কোন পক্ষেই মামলা করেনি। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট