চট্টগ্রাম শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চকরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান দিদার গ্রেপ্তার

চকরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান দিদার গ্রেপ্তার

চকরিয়া সংবাদদাতা

২৩ জানুয়ারি, ২০২৬ | ১১:১১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর একটি দল। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোণাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ নেতা।

এদিকে, দিদারুল হক সিকদার গ্রেপ্তারের কথা স্বীকার করে তার ফেসবুক আইডি থেকে লিখেছেন, আমি গ্রেপ্তার হয়েছি। প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কোণাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে সেনাবাহিনীর একটি দল গ্রেপ্তার করেছে। রাত ৯টার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট