চট্টগ্রাম শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

জনগণের আস্থাই গণতন্ত্রের মূল ভিত্তি: আমীর খসরু

জনগণের আস্থাই গণতন্ত্রের মূল ভিত্তি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৬ | ১২:০৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ওপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না। তিনি রাজনৈতিক দলের পোস্টাল ভোট নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে সবাইকে অন্য পন্থা বাদ দিয়ে জনগণের কাছে গিয়ে তাদের আস্থা অর্জন করার আহ্বান জানান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু হুঁশিয়ারি দিয়ে বলেন, দিন শেষে ভোট ইঞ্জিনিয়ারিং টেকে না। শেখ হাসিনা ভোট ইঞ্জিনিয়ারিং করেছিলেন, কিন্তু আজ তার কী অবস্থা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, জণগণের আস্থা অর্জন না করে ইঞ্জিনিয়ারিং বা মিথ্যা প্রোপাগাণ্ডার মাধ্যমে কেউ এগিয়ে যেতে পারে না এবং জনগণ তা হতে দেবে না।

গণসংযোগকালে এলাকার চিত্র তুলে ধরে তিনি জানান, দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়ে আজ আনন্দিত ও উচ্ছ্বসিত।একটি নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে। গণতন্ত্র ফিরে আসায় মানুষ এখন ভয়হীন পরিবেশে নিজ নিজ নাগরিক অধিকার নিয়ে জীবনযাপন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে মানুষ অনেক কষ্ট পেয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার মান ব্যাহত হয়েছে এবং জীবনের কোনো নিরাপত্তা ছিল না। যারা নির্বাচন বানচাল করতে চায় বা মানুষের আস্থায় বিশ্বাস করে না, তারা জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে জনগণ তাদের ব্যালটের মাধ্যমে প্রতিহত করবে।

তিনি আরও উল্লেখ করেন যে, গণতন্ত্রের এই ক্রান্তিলগ্নে মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো এখন তারেক রহমানের ওপরও পূর্ণ আস্থা রেখেছে [৪]। গণসংযোগকালে পতেঙ্গার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় চট্টগ্রাম-১১ আসনের নির্বাচনী প্রচারণায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নূরুল আফসার, মো. ইসমাইল, আব্দুস সাত্তার এবং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট