
নগরীর ফয়’স লেক কনকর্ডে সম্পন্ন হয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)-এর ডিবিএ উৎসব। এতে হাজারো নবীন-প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা ঘটে। সম্প্রতি উৎসবটির আয়োজন করে পিসিআইইউ ডিবিএ (ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন) এলামনাই এসোসিয়েশন এবং সার্বিক সহযোগিতায় ছিল পিসিআইইউ বিজনেস ক্লাব।
দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, কুইজ এবং নানা বিনোদনমূলক কার্যক্রম ও প্রাণবন্ত আড্ডা। সকাল থেকেই শিক্ষার্থী, এলামনাই ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দ ও উৎসবের মিলনমেলা।
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শারিক ইসলাম আহাদ (বিবিএ-৪ ব্যাচ) এবং এলামনাই এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন মো. নাঈম উদ্দিন (বিবিএ-৪ ব্যাচ)।
এছাড়াও প্রোগ্রাম অরগানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন— মিঠুন ধর (৪ ব্যাচ), সাইবা ইসলাম (৭ ব্যাচ), শাহনেওয়াজ রাব্বি (১৮ ব্যাচ), মাইনুল কবির শিপন (২৬ ব্যাচ), ইমরুল কায়েস অপু (২৬ ব্যাচ), মিরজা আরবাজ (২৮ ব্যাচ), মোস্তফা আকিল (২৮ ব্যাচ), মো. আরিক (২৯ ব্যাচ) ও মাসুম রানা (৩১ ব্যাচ)। তাদের সার্বিক তত্ত্বাবধান ও দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ফসিউল আলম, চেয়ারম্যান মো. মুসা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাশেদ খান মিলন, রেজিস্ট্রার হেড মো. ওবায়দুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও এলামনাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি নেতৃত্বগুণ, সংগঠনিক দক্ষতা ও ঐক্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পূর্বকোণ/সিজান/পারভেজ