
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন ‘রাউজানবাসী বার বার আমাকে ভোট দিয়েছেন। এবারও আমার পাশে আপনারা দাঁড়াবেন।’
আগামী নিবাচনে জাতীয়তাবাদী দল বিশাল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুযোগ ফেলে রাউজানের শান্তি ফিরিয়ে এনে উন্নত, সম্মৃদ্ধ উপজেলায় পরিণত করা হবে।’
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডে গণসংযোগ ও পৃথক পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন।
এতে অতিথি ছিলেন উত্তরজেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ইকবাল হাসান, বিএনপি নেতা মোসলেম উদ্দিন, সৈয়দ কামাল, আবুল কাশেম, জুয়েল চৌধুরী, খোরশেদুল আলম জিকু, মো. রেওয়াজ।
এতে বিভিন্ন সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরো বলেন ‘রাউজানকে মাদকমুক্ত করার জন্য পুরুষদের পাশাপাশি নারীদের ভুমিকা জরুরি। বিশেষ করে যুব সমাজকে মাদকাসক্ত থেকে মুক্ত করা গেলে সমাজে অশান্তি থাকবেনা।
পূর্বকোণ/সিজান/পারভেজ