
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। এতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, দাঁড়িপাল্লা প্রতী ও প্রার্থীর ছবি বহন করে নেতাকর্মীরা অংশ নেন। গণমিছিল ঘিরে পেকুয়া উপজেলা সদরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
মিছিলটি পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে পেকুয়া চৌমুহনী চত্বর প্রদক্ষিণ করে পেকুয়া বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে প্রধান প্রধান সড়কে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গণমিছিলে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সেক্রেটারি নুরুল কবিরসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ