
বান্দরবানের রোয়াংছড়িতে বিভিন্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরী ব্যাপক নির্বাচনি গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি ২৬) সকাল সাড়ে ১০টা থেকে তিনি এই প্রচারণা শুরু করেন।
তিনি রোয়াংছড়ি উপজেলার ৪ নং নোয়াপতং ইউনিয়নের খক্ষ্যং পাড়া ও থলি পাড়া এবং আলেক্ষ্যং ইউনিয়নের মংপ্রু পাড়া, কচ্ছপতলি বাজার পাড়া, বেক্ষ্যং পাড়া, গ্রোক্ষ্যং পাড়া, জামাচন্দ্র পাড়া, বিজয় পাড়া ও বেংছড়ি পাড়াসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
দিনব্যাপী এই গণসংযোগ শেষে বিকাল ৪টার দিকে তিনি রোয়াংছড়ি উপজেলা সদরে আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেডম্যান শৈসাঅং মারমার সভাপতিত্বে এবং হাইনুমং মারমার সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাচিংপ্রু জেরী বলেন, তিনি নির্বাচিত হলে দুর্গম পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি ৩০০ নং আসনের ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রদানের আহ্বান জানান এবং জয়ী হলে আগামী পাঁচ বছর জনগণের সেবক হয়ে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ