
রাঙামাটিতে চাল বোঝাই ট্রাকের চাপায় মনিরা বেগম (৬০) নামে অটোরিকশার এক যাত্রী যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতার কেন্দ্রের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে চাল বোঝাই একটি মালবাহী ট্রাক রাঙামাটির দিকে আসছিল। মহাসড়কের মানিকছড়ি বেতার কেন্দ্রের শিমুলতলী এলাকায় পাহাড়ি সড়কে উঠতে না পেরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকটির পাশ দিয়ে একটি চলন্ত অটোরিকশা (সিএনজি) যাচ্ছিল। ট্রাকের চাপায় অটোরিকশাটি ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মনিরা বেগম ও চালক আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মনিরাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন।
পূর্বকোণ/এএইচ