চট্টগ্রাম শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

বিপিএলের শিরোপা লড়াইয়ে আজ নামছে চট্টগ্রাম-রাজশাহী

অনলাইন ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৬ | ১১:৩৫ পূর্বাহ্ণ

দেখতে দেখতে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের। শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম আসরের ফাইনাল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকতা দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দুই দলই। ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জিতে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করে রাজশাহী।

অন্যদিকে, ৬টি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থেকে নকআউটে ওঠে চট্টগ্রাম রয়্যালস।

গ্রুপ পর্বে দুই দল দুবার মুখোমুখি হয়েছিল। সেখানে দু’দলই একটি করে ম্যাচ জেতে। প্রথম দেখায় চট্টগ্রাম দুই উইকেটে রাজশাহীকে হারালেও দ্বিতীয় ম্যাচে তিন উইকেটের জয়ে সেই হারের মধুর প্রতিশোধ নেয় রাজশাহী।

প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস। এতে প্রথম সুযোগেই ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্সকে ফাইনালে উঠতে খেলতে হয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেখানে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে চট্টগ্রামের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের মঞ্চে পৌঁছায় তারা।

চট্টগ্রামের দুর্দান্ত ছন্দের পেছনে মূল প্রভাবক তরুণ অধিনায়ক মেহেদী হাসান। চলতি আসরে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছন্দে রয়েছেন তিনি। ফাইনালেও তাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মেহেদী বলেন,‘ফাইনালে উঠেছি যখন, তখন শিরোপা জয়ের স্বপ্ন কেন দেখবো না? প্রতিটি খেলোয়াড়ই ট্রফি হাতে তুলতে চায়। ম্যাচের দিনে যে দল সব বিভাগে ভালো খেলবে, তারাই জিতবে।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন