চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম-১১: কদমতলী থেকে প্রচার শুরু আমীর খসরুর

অনলাইন ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৬ | ৬:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকা থেকে নির্বাচনি প্রচার শুরু করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তিনি হেঁটে প্রচার শুরু করেন। তার সঙ্গে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

শুরুতেই তিনি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে গিয়ে বিভিন্ন ঘরের নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান। এরপর তিনি আশপাশের মানুষের সঙ্গে করমর্দন করেন এবং নিজের পক্ষে ভোট প্রত্যাশা করেন।

এদিন কদমতলী থেকে শুভপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গণসংযোগ করেন আমীর খসরু।

প্রচারের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, এটা প্রধান বার্তা। জনগণ নির্ধারণ করবে বাংলাদেশ কোন দিকে যাবে, তার মালিকানা হবে ভোটের মাধ্যমে, তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট