চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

বায়েজিদে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, আটক ১

বায়েজিদে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৬ | ৪:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামিতে রাস্তায় খোরশেদ আলম (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

 

বুধবার (২১ জানুয়ারি) রাতে আমিন জুট মিল মিদ্যা পাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

 

নিহত খোরশেদ আলম নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় শামসুল আলম (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় খোরশেদ আলমের সঙ্গে তিনজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে লাঠি দিয়ে খোরশেদকে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও তাকে বেধড়ক মারধর করা হয়। খোরশেদের নড়াচড়া বন্ধ হয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় আশপাশে লোকজন উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি।

 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গুরুতর আহত অবস্থায় খোরশেদকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। মুখের দুর্গন্ধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট