চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

সোনার দামে নতুন রেকর্ড, আড়াই লাখ টাকা ছাড়াল ভরি

সোনার দামে নতুন রেকর্ড, আড়াই লাখ টাকা ছাড়াল ভরি

অনলাইন ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৬ | ১২:১৮ অপরাহ্ণ

দেশের বাজারে সোনার দামে টানা রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আবারও বাড়ানো হয়েছে মূল্যবান এ ধাতুটির দাম। 

 

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৮ হাজার ৩৪০ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা হয়েছে।

 

যা দেশের বাজারে সোনার দাম বাড়ার সর্বোচ্চ রেকর্ড।  

 

এর আগে এতো দাম কখনো বাড়েনি। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো। একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে প্রতি ভরি রূপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

 

বুধবার (২১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতোদিন ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা।

 

আজ পর্যন্ত এ দামে সোনা বিক্রি হয়েছে। আবার নতুন করে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। যা আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো। তবে এবার দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ ৮ হাজার ৩৪০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে কখনো এতো দাম বাড়ানো হয়নি। 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট