চট্টগ্রাম বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

অবৈধভাবে মাটি কাটায় অভিযান: এস্কেভেটর অচল, জব্দ ৪ ট্রাক

অবৈধভাবে মাটি কাটায় অভিযান: এস্কেভেটর অচল, জব্দ ৪ ট্রাক

টেকনাফ সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২৬ | ১১:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি এক্সকেভেটর অচল, ৪টি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী কোনাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী এই অভিযান পরিচালনা করেন।

রাকিব হাসান চৌধুরী বলেন, এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

অভিযানে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ, টেকনাফ মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ, হ্নীলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, টেকনাফ ভূমি অফিসের ক্রেডিস চেকিং কাম-সায়রাত সহকারী ইফতিয়ার আলম রিটন এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট