
পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কানাডার একটি প্রতিষ্ঠান থেকে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানি অনুমোদন দিয়েছে সরকার। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়ছে ১৬৩ টাকা ৬ পয়সা। মোট ব্যয় হবে ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিরসনে বাজারে ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধি এবং বাজার মূল্য স্থিতিশীল রাখতে জরুরি বিবেচনায় এই তেল কেনা হবে। কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস ইনকর্পোরেটেডের (উৎস: ব্রাজিল) কাছ থেকে তেল কিনতে ব্যয় হবে ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা।
দুই লিটার পেট বোতলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ধরা হয়েছে ১৩১ টাকা ৪৯ পয়সা।
টিসিবির গুদাম পর্যন্ত অন্যান্য খরচসহ প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য হবে ১৬৩ টাকা ৬ পয়সা। এই তেল খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে অর্থাৎ ক্রয়কৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হবে। ফলে সরকারের কোনো ভর্তুকির প্রয়োজন হবে না।
এর আগে, গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে থাইন্যাল্ডের প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়।
এই তেল কিনতে ব্যয় ধরা হয় ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা। সব খরচসহ প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ধরা হয় ১৬২ টাকা ৬৩ পয়সা।
পূর্বকোণ/সিজান/পারভেজ