চট্টগ্রাম বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মহেশখালীতে সিএনজির ধাক্কায় শিশু নিহত, চালক আটক

মহেশখালীতে সিএনজির ধাক্কায় শিশু নিহত, চালক আটক

মহেশখালী সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২৬ | ৫:৫২ অপরাহ্ণ

মহেশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, চালক আটক

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নেচার নামে (১০) এক শিশু নিহত হয়েছে। নিহত নেচার শাপলাপুর এলাকার বাসিন্দা।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে শাপলাপুর সাদেকেরকাটা ইবতেদায়ী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি সিএনজি রাস্তা পারাপারের সময় শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিটি আটকে রাখে এবং চালককে ঘিরে ফেলে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে চালককে আটক করে।

পুলিশ জানায়, চালককে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট