
চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, হাঁটি হাঁটি পা পা করে সুনামের সঙ্গে তিনবছর পূর্ণ করেছে সিবিইউএফটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, প্রযুক্তিগত দক্ষতা এবং শিল্প-সংযোগের মাধ্যমে দেশ ও দেশের বাইরে নিজের অবস্থান শক্ত করেছে। দক্ষতা ও প্রযুক্তিতে এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে গেছে। আগামী ডিসেম্বরেই বের হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ। আমরা চাই কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাবে। আমি আশা করি- সিবিইউএফটির গ্রাজুয়েটরা দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করবে এবং এই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করবে।
বুধবার (২১ জানুয়ারি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি আবদুস সালাম এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ও প্রতিষ্ঠাতা সদস্য এএম চৌধুরী সেলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সকলের অবদানসহ ট্রাস্টি বোর্ডের প্রয়াত সদস্য এসএম সাজেদুল ইসলামের অবদান স্মরণ করে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটা ইউনিক অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফেরদৌস।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেন, তৈরি পোশাক ও টেক্সটাইলশিল্পে সিবিইউএফটি দীর্ঘদিন ধরে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বিশেষ মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে। ইত্যেমধ্যে এই বিশ্ববিদ্যালয় একটি নির্ভরযোগ্য ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
সিবিইউএফটি’র আইকিউএসি পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডীন মোরশেদ মহিউদ্দীন। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন সিবিইউএফটি রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালকসহ বিভাগীয় প্রধানগণ, শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
পূর্বকোণ/এএইচ