
চট্টগ্রামের সাতকানিয়ায় জুলাই যোদ্ধা সামিউল হাসান সানজিদকে (২৫) মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টায় সাতকানিয়া থানার সামনে এ মানববন্ধন করে ছাত্র-জনতা ও ভুক্তভোগীর পরিবার।
মানববন্ধনে ভুক্তভোগীর মা বলেন, কারাগারে থাকা অবস্থায় আমার ছেলেকে কীভাবে নতুন করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়, এটি আইনের চরম তামাশা। আমার ছেলে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই টার্গেট করে পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।
এসময় জুলাই আন্দোলনের নেতা সাইয়েদ হোসেন মানিক বলেন, সানজিদ আর আমি জুলাই অভ্যুত্থানে কেরানিহাট এলাকায় রাজপথে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছি। আন্দোলন-পরবর্তী সময়ে এলাকায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি মহল তাকে দমন করতে মরিয়া হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আদালতে হাজিরা দিতে গেলে আদালত প্রাঙ্গণ থেকে একটি মিথ্যা মামলায় সাজিদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সেই মামলায় সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় সে জামিন পায়। কিন্তু এরপরও থেমে থাকেনি হয়রানি, চলতি মাসে ২০২৪ সালের একটি হত্যা মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। যদিও পরিবারের দাবি অনুযায়ী ঘটনার সাথে সানজিদ কোনভাবেই জড়িত নয়। এমনকি মামলার বাদী নিজেও জানেন না যে এই মামলায় তার ছেলেকে আসামি করা হয়েছে।
মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী সানজিদের পরিবারের সদস্যরা, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সহযোদ্ধারা।
পূর্বকোণ/পিআর /এএইচ