চট্টগ্রাম বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

প্রকল্পের অর্থ আত্মসাৎ: ফটিকছড়ির সাবেক চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে

প্রকল্পের অর্থ আত্মসাৎ: ফটিকছড়ির সাবেক চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে

ফটিকছড়ি সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২৬ | ৪:১১ অপরাহ্ণ

প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদ চৌধুরীসহ ৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিভাগীয় বিশেষ জজ আদালত।

 

বুধবার (২১ জানুয়ারি) মামলার প্রথম তারিখে আত্মসমর্পণ করতে আসলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান। আসামিদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কবির হুসাইন বলেন, ২০১৯ সালে সংঘটিত অর্থ আত্মসাতের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে চেয়ারম্যান আবু জাফর মাহমুদ চৌধুরীসহ ৮ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।

পূর্বকোণ/পিআর /এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট