
বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এটি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।”
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না, সে প্রশ্ন উঠেছে। তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি প্রয়োগ করা হচ্ছে।”
এ সময় বিএনপির ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন নির্বাচনি প্রতিশ্রুতির সমালোচনা করেন এনসিপির এই প্রার্থী। তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন হুদা-রাকিব কমিশনের পথ অনুসরণ করছে।” গণমাধ্যম নিয়েও অভিযোগ তুলে তিনি বলেন, “বিএনপির পক্ষে অনেক গণমাধ্যম কাজ করছে এবং মিডিয়া দখল করা হয়েছে।”
প্রতীক বরাদ্দ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দীর্ঘ লড়াইয়ের পর এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে। তবে, প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে বৈষম্য করেছে।” নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বৃহস্পতিবার থেকে আমার প্রচারণা শুরু হবে। হাদির বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এই হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।”
এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।
পূর্বকোণ/এএইচ