
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে এবং শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে আমরা তা মানব না। পাকিস্তানে খেলতে যায়নি ভারত, আইসিসি ভেন্যু পাল্টেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টাতে বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।
সোমবার সংবাদ মাধ্যম এএফপি দাবি করেছে, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না গেলে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হবে। তবে বিসিবি গতকাল জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে আইসিসি স্কটল্যান্ড বা কোন বোর্ডকে এমন কোন প্রস্তাব দেয়নি। ক্রীড়া উপদেষ্টাও একই কথা বলেছেন, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি।
ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে না গেলে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার কথা বলে বিসিসিআই এবং আইসিসি বাংলাদেশকে চাপ প্রয়োগ করছে। বিসিবি এমন চাপ মানতে নারাজ। এর আগে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণ জানতে আইসিসির প্রতিনিধি এসেছিলেন বাংলাদেশে। সংবাদ মাধ্যম জানিয়েছে, আইসিসি ২১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপে খেলতে যাবে কিনা জানতে চেয়েছে। তবে বিসিবি জানিয়েছে, তাদের সুনির্দিষ্ট কোন তারিখ আইসিসি থেকে জানানো হয়নি।
পূর্বকোণ/ইবনুর