চট্টগ্রাম বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ১৬ আসনে লড়বে ১১০ প্রার্থী

চট্টগ্রামে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, ১৬ আসনে লড়বে ১১০ প্রার্থী

অনলাইন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এইচএম আশরাফ বিন ইয়াকুব মনোনয়ন প্রত্যাহার করেন।

চট্টগ্রাম-৫ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোক্তার আহমেদ মনোনয়ন প্রত্যাহার করেন।

চট্টগ্রাম-৬ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গোলাম আকবর খোন্দকার।

চট্টগ্রাম-৭ আসনে খেলাফত মজলিসের মো. আবুল কালাম, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দীন মনোনয়ন প্রত্যাহার করেন।

চট্টগ্রাম-১১ আসনে আমার বাংলাদেশ পার্টির মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম-১২ আসনে গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান এবং চট্টগ্রাম-১৩ আসনে খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান মনোনয়ন প্রত্যাহার করেন।

চট্টগ্রাম-১৬ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা মনোনয়ন প্রত্যাহার করেন।

অন্যদিকে চট্টগ্রাম-১, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।

মনোনয়ন প্রত্যাহারের পর ১৬ আসনে মোট ১১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ বুধবার (২১ জানুয়ারি), নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ও গণভোট ১২ ফেব্রুয়ারি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট