
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বান্দরবান (৩০০ নম্বর) সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন জামায়াত ইসলামীর প্রার্থী নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে প্রার্থীর পক্ষে জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।
জামায়াত নেতৃবৃন্দ জানান, বান্দরবান পার্বত্য জেলায় জামায়াত ইসলামীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। জামায়াত ইসলামী জোটগত নির্বাচন করায় এই আসনটিতে কেন্দ্রীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জোটের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে জামায়াত ইসলামীর নেতা কর্মী সমর্থকরা কাজ করে যাবে সেই সাথে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন এবং জামায়াত ইসলামীর সাথে থাকার অনুরোধ জানান।
প্রসঙ্গত এবার বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসলে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, এনসিপির মনোনীত প্রার্থী আবু সাঈদ শাহ্ সুজাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ