চট্টগ্রাম মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

জঙ্গল সলিমপুরে সমন্বিত অভিযান হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অনলাইন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৬ | ৬:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সবগুলো বাহিনী মিলে সমন্বিত অভিযান চালাবে। গতকাল সোমবার সন্ধ্যায় সলিমপুরে অভিযান চলাকালে র‍্যাব সদস্যদের ওপর হামলা হয়। সেখানে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সমন্বিত অভিযানের কথা জানান।

 

সলিমপুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, এটি খুবই জঘন্য একটা কাজ। তারা এর নিন্দা জানান। এই জায়গায় আরও জোরদারভাবে অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্র হয়ে সমন্বিত অপারেশন হবে। যারা যারা এর সঙ্গে জড়িত ছিল প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। যারা ইন্ধন জুগিয়েছেন এবং যারা জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে।

গতকাল সন্ধ্যায় সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত র‍্যাব কর্মকর্তার নাম মোতালেব হোসেন ভূঁইয়া। তিনি র‍্যাব-৭–এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট