
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত থেকে ১০টি স্থলমাইনের চাপ প্লেট (ট্রিগার অংশ) উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে হোয়াইক্যং ইউনিয়নের মিয়ানমারের সীমান্ত ঘেঁষা উলুবনিয়া সীমান্ত এলাকা থেকে এসব চাপ প্লেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে এসব অংশে কোনও বিস্ফোরক নেই। তবুও বিষয়টি গুরত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
৬৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকা থেকে স্থল মাইনের চাপ প্লেটের মতো বেশ কয়েকটি অংশ পাওয়া গেছে। এগুলোতে আপাতত কোনও বিস্ফোরক নেই। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত ১০টি চাপ প্লেট সংগ্রহ করা হয়েছে। সীমান্তের আরও কিছু জায়গায় স্থল মাইন পুঁতে রাখার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়দের ধারণা।’
‘উদ্ধার হওয়া অংশগুলো মূলত স্থল মাইনের অগ্রভাগ বা চাপ প্লেট। যা মাটির ওপরে বসানো থাকে এবং চাপ পড়লে মাইন সক্রিয় হয়। সাধারণত একটি স্থল মাইনে কেসিং, বিস্ফোরক অংশ, বুস্টার চার্জ, ফায়ারিং মেকানিজম ও ডেটোনেটর থাকে। তবে উদ্ধার হওয়া অংশগুলোতে কেবল চাপ প্লেট ও কিছু বাহ্যিক অংশ পাওয়া গেছে। এ নিয়ে অনুসন্ধান চলছে। সীমান্ত এলাকায় যাতায়ত ও সর্বসাধারণকে সতর্ক করা হয়েছে।’
পূর্বকোণ/পিআর/এএইচ