চট্টগ্রাম সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম বিমানবন্দরে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম বিমানবন্দরে সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৬ | ১১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাউজানের সাবেক ছাত্রদল নেতা ও রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল রবিবার দুপুরে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পরে বাবুকে গ্রেপ্তারের বিষয়টি আজ সোমবার প্রকাশ পায়।

গ্রেপ্তার পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু রাউজান উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের খানখানাবাদ গ্রামের হাফেজ নুর মোহাম্মদের ছেলে। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জামাল উদ্দিন খান ও তদন্ত ওসি আরিফ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট