চট্টগ্রাম সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে জমির টপসয়েল কাটায় আড়াই লাখ টাকা জরিমানা, আটক ১

ফটিকছড়িতে জমির টপসয়েল কাটায় আড়াই লাখ টাকা জরিমানা, আটক ১

ফটিকছড়ি সংবাদদাতা

১৯ জানুয়ারি, ২০২৬ | ৯:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটায় মো. শফি নামে একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক শফি একই ইউনিয়নের মোহাম্মদ মুসার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার বলেন, শফি কৃষি জমি থেকে মাটি কাটার বিষয়টি স্বীকার করেছেন। অপরাধ অনুযায়ী তার কাছ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট