
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইজডেন স্বীকৃত টি–টুয়েন্টি ম্যাচে ২০২৫ সালের পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে। সম্পাদকীয় দলের নির্বাচিত এই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
উইজডেন জানিয়েছে, আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে সব ধরনের স্বীকৃত টি–টুয়েন্টির পারফরম্যান্স বিশ্লেষণ করেই এই দল গড়া হয়েছে। ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত বছর এই সংস্করণে ম্যাচের সংখ্যাও বেড়েছিল।
মোস্তাফিজ গত বছর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন। তাঁর বোলিং গড় ১৮.০৩, স্ট্রাইক রেট ১৫.৯ এবং ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৭৮। অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে তাঁর গড় ছিল সেরা। উইজডেনের মতে, বছরজুড়ে তিনি রান আটকে রেখেছেন এবং নিয়মিত উইকেট তুলে নিয়েছেন। স্ট্রাইক রেটে শুধু জেসন হোল্ডারই তাঁর চেয়ে এগিয়ে ছিলেন।
বর্ষসেরা একাদশে ওপেনিংয়ে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। মিডল অর্ডারে দেভাল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা ও টিম ডেভিড। অলরাউন্ডার হিসেবে স্যাম কারেন ও জেসন হোল্ডার। স্পিনে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী এবং পেস আক্রমণে জ্যাকব ডাফির সঙ্গে আছেন মোস্তাফিজ।
উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি–টুয়েন্টি একাদশ
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ