
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে জানিয়ে বলেছেন, ‘আশা করছি নির্বাচনের সময়ও এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকবে। এ জন্য সবাই আন্তরিকভাবে কাজ করছেন। আমি বিশ্বাস করি, চট্টগ্রামে সুষ্ঠু ও সুন্দর ভোট অনুষ্ঠিত হবে।’
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তিনি বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থাপনা ও গণভোটের প্রচার কার্যক্রম পরিদর্শন করেন রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা।
এই দিন তিনি বোয়ালখালী পৌরসভা কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস এবং কয়েকটি ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
পূর্বকোণ/পিআর