
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তা নিহত হয়েছেন । নিহত র্যাব ৭ এ কর্মরত বিজিবির নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন র্যাব সদস্য। আহত তিনজনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় গত চার দশক ধরে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে কয়েক হাজার অবৈধ বসতি। এই দখলদারিত্ব ও প্লট বাণিজ্য টিকিয়ে রাখতে সেখানে গড়ে উঠেছে একটি দুর্ধর্ষ সশস্ত্র বাহিনী। জানা গেছে, জঙ্গল সলিমপুরে বসবাসকারীদের জন্য রয়েছে বিশেষ পরিচয়পত্র ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ তো দূরের কথা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তারাও সেখানে সহজে প্রবেশ করতে পারেন না। একাধিকবার অভিযান পরিচালনার সময় পুলিশ ও অন্যান্য বাহিনীকে সংঘবদ্ধ ও সশস্ত্র হামলার মুখে পড়তে হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ