
জোহানেসবার্গে স্কুলশিক্ষার্থীদের বহন করা একটি মিনিবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। শহরের দক্ষিণে আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ভান্দেরবিজলপার্ক শিল্পাঞ্চলে এ দুর্ঘটনায় আরও ৪ শিক্ষার্থী ‘গুরুতর আহত’ হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে সরকারি সম্প্রচারমাধ্যম সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে।
জরুরি পরিষেবা সংস্থাগুলো ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, দক্ষিণ আফ্রিকায় সড়ক নিরাপত্তার দশা আগে থেকেই বেহাল। দেশটির সরকার এ পরিস্থিতির উন্নতি ঘটাতে চেষ্টা করছে।
গত বছর দেশটি সড়কে ১১ হাজার ৪১৮টি মৃত্যু রেকর্ড করেছে বলে গত সপ্তাহে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে। এ সংখ্যা ২০২৪ সালের তুলনায় ৬ শতাংশ কম।
দেশটির পরিবহন মন্ত্রণালয় এসব মৃত্যুর জন্য প্রধানত দ্রুতগতিসহ বেপরোয়াভাবো গাড়ি চালানো এবং মদ খেয়ে গাড়ি চালানোকে দায় দিচ্ছে।
পরিবহনমন্ত্রী বারবারা ক্রেসি গত সপ্তাহে বলেছেন, গাড়ি চালানোর ক্ষেত্রে মদ খাওয়ার যে সীমা এখনকার আইনে আছে, তা তুলে দিয়ে একেবারে ‘শূন্য সহনশীলতা’ চালুর সময় হয়ে গেছে।
পূর্বকোণ/পিআর