চট্টগ্রাম সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অস্ত্র-গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ শামশু গ্রেপ্তার

টেকনাফে অস্ত্র-গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ শামশু গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৯ জানুয়ারি, ২০২৬ | ৩:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শামশুল হক ওরফে বদাফুলা নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের তাজা গোলা, ২টি শর্টগানের তাজা গোলাসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

নৌবাহিনী সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় নৌবাহিনী টেকনাফ কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে। এসময় শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের ২টি তাজা গোলাসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার শামশুল হক ওরফে বদাফুলা মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায় ও জোরপূবর্ক জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার শামশুকে টেকনাফ মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট