
তিনটি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশনের (ইসি) বাইরে দ্বিতীয় দিনের মতো ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারা অবস্থান নেন।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে তারা ঘেরাও কর্মসূচি পালন করছেন। রাকিব বলেন, তাদের কর্মসূচি তিনটি বিষয়ে চলছে।
১) পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২) বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩) বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।
রবিবারও তারা দিনব্যাপী কর্মসূচি পালন করেন।
এরপর সন্ধ্যায় ইসি সচিব আখতকর আহমেদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করে পরদিন অবস্থান নেওয়ার ঘোষণা দেন। রাকিব সেদিন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
এদিকে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি উপলক্ষে নির্বাচন ভবনের আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পূর্বকোণ/সিজান