
হাটহাজারীতে কিচেন ডায়েরি নামক এক রেস্তোরাঁর টেবিল ও ঝুড়িতে জ্যান্ত পোকা (মেগট লার্ভা) পাওয়ার সংবাদ প্রকাশের পর সেই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে পৌরসভার জাগৃতি ক্লাব সংলগ্ন শামস টাওয়ার দ্বিতীয় তলায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযানের সময় রেস্টুরেন্টে মেয়াদ উত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ওই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, শনিবার বিকেলের দিকে কয়েকজন কিচেন ডায়েরিতে নাস্তা করতে গেলে সেখানে টেবিলে ও ঝুড়িতে পোকা দেখে। পরে প্রতিষ্ঠান মালিককে বিষয়টি জানালে তিনি তেমন গুরুত্ব দেননি। তখন ভুক্তভোগীরা এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে রবিবার বিকালের দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ