চট্টগ্রাম রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ব্যাংককে বাংলাদেশ দল থেকে সহ-অধিনায়ককে বহিষ্কার!

অনলাইন ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৯ অপরাহ্ণ

থাইল্যান্ডের ব্যাংককে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলছে বাংলাদেশ। ম্যাচ বাকি আছে আরও তিনটি। তার আগেই বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ইনতিশার মোস্তফা চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মূলত শৃঙ্খলাভঙ্গের কারণে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ দল থেকে ইনতিশারকে তাৎক্ষণিকভাবে বাদ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার বিরুদ্ধে টিম ডিসিপ্লিন, কোড অব কন্ডাক্ট ও পেশাদার আচরণ লঙ্ঘনের একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় আর দলে রাখা হয়নি। এখন এই টুর্নামেন্টে ইনতিশার বাংলাদেশের হয়ে আর কোনও ম্যাচ খেলতে পারবেন না।

ব্যাংকক থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ইমরানুর রহমান বলেছেন, ‘ডিসিপ্লিন ইস্যুতে ইনতিশারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  তাকে ছাড়াই বাংলাদেশ দল বাকি ম্যাচ খেলবে।’

সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশ দল থেকে কোনও খেলোয়াড়কে বাদ দেওয়াটা নজিরবিহীন। ইনতিশারকে এখন দেশে ফিরে আসতে হচ্ছে।  

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন