
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থীতা বাতিলের দাবিতে একই আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীনের আপিল খারিজ করেছেন নির্বাচন কমিশন।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে জামায়াত প্রার্থীর আপিলটি শুনানির জন্য তোলা হলে তা বাতিল করে দেন কমিশন।
এর আগে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ তুলে তার প্রার্থীতা বাতিলের দাবি করেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীন।
বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, ৪০০ কোটি টাকার ষড়যন্ত্র! টিকে নাই ৪ মিনিটও! আমি মাঠের মানুষ, মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠেই থাকবো ফটিকছড়িবাসীর সাথে। সব ষড়যন্ত্র এভাবেই উড়ে যাবে জনগণের ভালবাসায়। সত্যের পথে পরাজয় নিশ্চিত জেনে তারা মিথ্যাকে আঁকড়ে ধরেছে।
পূর্বকোণ/পিআর