
দীর্ঘ ২০ বছর আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ উপলক্ষে আজ রবিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনে গেছেন তিনি। এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাঠ পরিদর্শনকালে মেয়র সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম সবসময় ইতিহাস রচনা করেছে। আমরা দেখেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১২ সালে পলোগ্রাউন্ড ময়দানে ১৬ লাখ মানুষের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রেখে ইতিহাস রচনা করে গেছেন। বাংলাদেশের ইতিহাসে এটি ঐতিহাসিক সমাবেশ ছিল। আমরা মনে করি, আগামী ২৫ তারিখ চট্টগ্রামের পলোগ্রাম ময়দানে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে বসে আছে তারেক রহমানকে রিসিভ করার জন্য। সেদিন উনার (তারেক রহমান) যে প্ল্যান আছে, চট্টগ্রামবাসীর জন্য সেটা সেদিন তিনি বলবেন এবং আমরা চট্টগ্রামবাসীও সেটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সফরের অংশ হিসেবে ওই দিন সন্ধ্যায় নগরীর ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
পূর্বকোণ/পিআর