
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার থানার মাইন উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মো. আল আমিন সাগরকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার আল আমিন সাগর উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।
শনিবার (১৭ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গতকাল শনিবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকা থেকে সীতাকুণ্ড থানার থানার মাইন উদ্দিন হত্যা মামলার পলাতাক আসামি আল আমিন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর বায়েজিদ থানা ও সীতাকুণ্ড থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলার রয়েছে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর