চট্টগ্রাম শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

নতুন পে-স্কেলের জন্য চলতি বাজেটে অর্থের সংস্থান

নতুন পে-স্কেলের জন্য চলতি বাজেটে অর্থের সংস্থান

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ণ

সরকারি চাকরিজীবীদের নতুন পে–স্কেল বাস্তবায়নের জন্য চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। বেতন–ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা থেকে এক লাখ ছয় হাজার ৬৮৪ কোটি টাকা করা হয়েছে, অর্থাৎ প্রায় ২২ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, জানুয়ারি থেকে অন্তত আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি হিসেবেই এই বাড়তি বরাদ্দ রাখা হয়েছে, যদিও অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন না করলেও পরবর্তী সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে—সে বিবেচনায় বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে।

২০২৫–২৬ অর্থবছরের মূল বাজেট ছিল সাত লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধন করে সাত লাখ ৮৮ হাজার কোটি টাকায় নামানো হয়েছে। পরিচালন ব্যয় বাড়িয়ে প্রায় পাঁচ লাখ ৬৩ হাজার কোটি টাকা করা হলেও উন্নয়ন ব্যয় বা এডিপি কমিয়ে দুই লাখ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। সুদ পরিশোধ, ভর্তুকি, ব্যাংক খাতে সহায়তা ও সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় কমানো সম্ভব হয়নি বলে জানিয়েছে অর্থ বিভাগ।

পে–কমিশনের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পে–স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ২০১৫ সালের পে–স্কেলে প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা–কর্মচারী বেতন–ভাতা পাচ্ছেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট