চট্টগ্রাম শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, এস্কেভেটর বিকল

সাতকানিয়ায় মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, এস্কেভেটর বিকল

সাতকানিয়া সংবাদদাতা

১৭ জানুয়ারি, ২০২৬ | ৯:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি এস্কেভেটর বিকল করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বাজালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাব্বির আহাম্মেদ সানি এই অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনী জানায়, মাটি কাটছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে টপসয়েল কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থলে দুটি  এস্কেভেটর ও দুটি ডাম্প ট্রাক রেখে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী দুটি এস্কেভেটর বিকল করে দেয় এবং ডাম্প ট্রাক মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করে।

সাব্বির আহাম্মেদ সানি বলেন, টপসয়েল কাটার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত এস্কেভেটর দুটি বিকল করে দেওয়া হয়েছে। টপসয়েল কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যহত থাকবে।

 

পূর্বকোণ/এএইচসি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট