চট্টগ্রাম শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ণ

তারেক রহমান বলেছেন, এত গুম, খুন ও নির্যাতনের পরও বিএনপির কর্মীরা কৌশলের নামে কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং প্রায় ৬০ লাখ মানুষকে তার বোঝা বইতে হয়েছে।

তারেক রহমান বলেন, দূরে থেকেও তিনি নেতাকর্মী ও স্বজনহারা পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করেছেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দল সবসময় আপসহীন থেকেছে। গুম-খুনের শিকার পরিবারগুলোর প্রতি ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শহীদদের স্মরণে সরকারি স্থাপনার নামকরণ করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে কর্মসূচি স্থগিত করা দুর্বলতা নয়, এটি দলের ভদ্রতা ও দায়িত্বশীলতার প্রমাণ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট