
চট্টগ্রামের চন্দনাইশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। আহতরা হলেন-স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ (২২) ও মো. মাঈন উদ্দীন (২১)।
শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে পটিয়া থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার পরপর আহত অবস্থায় হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এসে এ হামলার জন্য চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিমকে দায়ী করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জসিমের বিরুদ্ধে মানববন্ধন করাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপর হামলা চালানো হয়েছে।
জানা যায়, মুখোশ পড়া কিছু লোক তাদের বহনকারী অটোরিকশা থামিয়ে হামলা চালায়। এই সময় অটোরিকশায় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ ও মো. মাঈন উদ্দীন আহত হয়। এরপর হামলারকারীদের নেতাকর্মীরা বিচারের দাবিতে চন্দনাইশ সদরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেটি থানা গেটে এসে শেষ করেন। এ সময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের নেতা রাহাত বলেন, আজ কিছুক্ষণের মধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করব। বিকাল ৩ টায় গাছবাড়িয়া কলেজ গেটে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্লে-কার্ড কর্মসূচি পালন করা হবে।
এদিকে চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের প্রার্থী জসিম উদ্দীন আহমেদ তার নিজ ফেসবুক পেজে থেকে লাইভে গিয়ে এই ধরনের ঘটনার সাথে তিনি বা তার কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেন। পাশাপাশি তার প্রতিপক্ষের লোকেরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার লক্ষে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা সাজিয়েছেন বলেও দাবি করেন।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ মিয়া বলেছেন, খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলাম। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেছেন, তিনি বিষয়টি শুনেছে। এ ব্যাপারে থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার ব্যাপারে বলা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইজ